Tuesday, May 14, 2013

বাংলাদেশের জন্য নবজাতকের EPI টিকা দেয়ার সময়সূচি:

কত সাধনার পর একটি শিশুর জন্ম হয়,
তাকে ঘিরে কতনা আনন্দ, কতনা স্বপ্ন!
একটি সুস্থ স্বাভাবিক নবজাতকের জন্মের পর প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোই পরিবারের সবচেয়ে বড় কর্তব্য পালন করা, কারণ এতেই তার ভবিষ্যত জীবনের ভিত্তি গড়ে উঠে,
সাথে সময়মত টিকা দিলে আপনি তার প্রতি সঠিক যত্নবান তা প্রমান করবেন! এই  EPI টিকা দিলে যেসব রোগ থেকে রক্ষা পাবে:  শিশুদের  যক্ষা,  পোলিও, দিফতেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হাম, হেপাতায়টিস বি, মেনিন্জায়ইটিস.
If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

1 comment:

Powered by Blogger.